top of page
FB_IMG_1747128305495.jpg
Educational Tour 2025_edited_edited.jpg

                     About the School

বি বি মেমোরিয়াল স্কুল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের পিছিয়ে থাকা আদিবাসী অধ্যুষিত এলাকার শিশুদের স্বল্প খরচে উন্নতমানের  প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে স্থাপিত একটি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়টি কলকাতা বিরাটির আকুত্রা ফাউন্ডেশন ও গোপীবল্লভপুর বনছায়া ওয়েলফেয়ার সোসাইটির যৌথ প্রচেষ্টায় পরিচালিত হয়। দূষণ বিহীন ও শহুরে কোলাহল মুক্ত পরিবেশে  আধুনিক ও উন্নত পরিকাঠামো যুক্ত বিদ্যালয়টিতে প্রকৃতির অত্যন্ত সান্নিধ্যে থেকে ও নানান নান্দনিকতার মাধ্যমে শুধু মাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে আবদ্ধ না রেখে বাস্তব মুখী ও জীবন-জীবিকা  মুখী শিক্ষার মাধ্যমে শিশুকে গড়ে তোলাই  এই বিদ্যালয়ের উদ্দেশ্য। বিশ্বায়নের আঙ্গিকে বর্তমান সমাজ ব্যবস্থায় যে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের মধ্য দিয়ে শৈশব থেকে কৈশোর , কৈশোর থেকে যৌবন ও তৎপরবর্তী জীবন অতিবাহিত করতে হয় সেই সব  অনুধাবন করে শিশুকে আগামী দিনের  উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে  এগিয়ে নিয়ে যাওয়াই এই বিদ্যালয়ের লক্ষ্য। প্রয়োজন উপযোগী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, সবসময় বাচ্চাদের নজরে রাখা ও  তাদের সহযোগিতার জন্য সহায়িকা, পরিস্রুত পানীয় জল ইত্যাদি যাবতীয় সুযোগ সুবিধার  যথেষ্ট ব্যবস্থা এই বিদ্যালয়টিতে উপলব্ধ। আগামীর চাহিদা মাথায় রেখে  অভিভাবকদের সহযোগিতা ও সুপরামর্সের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়টিকে আরো উন্নত ও আধুনিক করে  গড়ে তোলার লক্ষে বিদ্যালয় পরিচালন কর্তৃপক্ষ সর্বদাই সজাগ।


 

ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম: পিঙ্ক শার্ট ও কালো প্যান্ট 

 

বিদ্যালয় ভর্তির সময়: ডিসেম্বর ও জানুয়ারি মাস 

ভর্তির পদ্ধতি : নির্ধারিত আসন সংখ্যা ভর্তি না হওয়া পর্যন্ত  বিদ্যালয় চলাকালীন সময়ে সরাসরি ভর্তি করা হবে।  ভর্তির সময় অভিভাবক কে বাচ্চার সঙ্গে অবশ্যই আসতে হবে। 

 

প্রয়োজনীয় কাগজপত্র: জন্ম সার্টিফিকেট, ব্লাড গ্রুপ এর  প্রমান পত্র, আধার কার্ডের জেরক্স ও পাসপোর্ট ফটো

নিয়মাবলী:  

শিশুকে নিয়মিত বিদ্যালয় নিদিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আস্তে হবে। 

কোনো কারণে অনুপস্থিত থাকলে অভিভাবক কে কারণ সহ ছুটির আবেদন করতে হবে। 

বিদ্যালয়ের ইউনিফর্ম পরে আসতে  হবে ও আইডেন্টিটি কার্ড সঙ্গে আনতে হবে। 

বাচ্চার কোনো রকম অসুবিধা হলে বিদ্যালয় কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবেন অভিভাবকদের  আস্থা রাখতে হবে। 

শিক্ষণ সহ  যেকোন বিষয়ে অভিভাবকদের কোনোরকম অভিযোগ বা সাজেশন থাকলে শ্রেণী শিক্ষণ বা প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করে জানাবেন। 

 

প্রতি অভিভাবক মিটিং এ অভিভাবকরা উপস্থিত থাকার চেষ্টা করবেন 

 

গার্ডিয়ান মিটিং: প্রতি মাসে একবার 

যাতায়াত ব্যবস্থা: বিদ্যালয় কর্তৃপক্ষ বাচ্চাদের যাতায়াতের জন্য সাধ্য মতো সহায়তা দেবেন কিন্তু যাতায়াতের যাবতীয় খরচ অভিভাবকদের বহন করতে হবে 

মাধ্যম: বাংলা 

সিলেবাস: পশ্চিম বঙ্গ  প্রাথমিক শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসরণ করা হয় তবে বিদ্যালয় প্রয়োজন মনে  করলে সিলেবাস  এর আংশিক পরিবর্তন করতে পারে 

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

Important Information

Syllabus 
Broadly we are following the syllabus of WBBPE. However, there may be some addition or alteration as per decision of the managing committee

IMG-20241203-WA0113_edited.jpg

Important announcements and updates – be the first to know about school closures, holidays, and any other vital information.

487542247_1166515595045839_4821069554549099088_n.jpg

Achievements

Celebrating our students' achievements and successes. Discover the latest accolades, awards, and accomplishments of our talented students.

Biswabangla_edited.jpg

All information about West Bengal Education Department and WB Board of Primary Education

Services

bottom of page